বায়ু ভরপুর বেলুন শক্ত গীট থাকার পরেও চুপসে যায় কেন?

 বেলুনে গিট শক্তভাবে দেওয়া। আবার বেলুনে কোন ছিদ্রও নাই। তাহলে বেলুন ধীরে ধীরে চুপসে যায় কীভাবে? বাতাসগুলা তাহলে কোথায় যায়?





ব্যাখাঃ আসলে বেলুনের গায়ে খালি চোখে না দেখা গেলেও প্রকৃতপক্ষে রয়েছে অসংখ্য অতিসূক্ষ্ম ছিদ্র। আমার বেলুন ফোলানোর পরে তা এয়ার টাইট করে বেধে দিলেও বেলুনের প্রাচীরের ঐ সূক্ষ্ম ছিদ্রসমূহ হতে বায়ুর কণাসমূহ ধীরে ধীরে বের হতে থাকে। এবং কিছুদিন পর দেখা যায় যে বেলুন টি চুপসে গেছে। 

এক্ষেত্রে বেলুনের মধ্যে যে গ্যাস ভরা হবে তার তার অনুর আয়তন যত ক্ষুদ্র হবে সেই বেলুন তত দ্রুত চুপসে যাবে।

©বিজ্ঞানপ্রিয় 

#mrmjij

Post a Comment

Previous Post Next Post