মিথ্যুক চেনার সহজ উপায়

 🔺মিথ্যুক চেনার সহজ উপায়🔻


১. মিথ্যা কথা চোখে চোখ রেখে বলা মুশকিল, মিথ্যা কথা বলার সময় ব্যাক্তি সাধারণ চোখ সরিয়ে নেয়,চোখের পলক স্বাভাবিক থেকে কম বা বেশি ফেলে,

২. মিথ্যা কথা বলার সময় গলার স্বর এ পরিবর্তন করে, স্বাভাবিক এর থেকে উচু - নিচু থাকে,যেখানে থামার কথা না সেখানে থামবে না,আবার যেখানে থামার কথা সেখানে থামবে না,



৩. শরীর স্বাভাবিক রাখতে চায়,কিন্তু মাঝে মাঝে একটু বেশিই সোজা করে ফেলে,

৪. মিথ্যা বলার সময় মুখে বা নাকের কাছে হাত দিতে পারে,

৫. স্বাভাবিক সময়ের থেকে বেশি দ্রুত নিঃশ্বাস নেয়,

৬. একই শব্দ বারবার বলতে পারে বা তোতলাতে পারে,

৭. প্রয়োজনের চেয়ে বেশি তথ্য দিতে পারে,টপিক চেঞ্জ করার চেষ্টা করবে,

৮.কথা বলার সময় চুলে হাত,বারবার ঢোক গিলতে পারে,

৯.সে কথা বলার সময় হঠাৎ কোনো একটি প্রশ্ন করুন,কোনো সহজ প্রশ্ন যেমন "আজ কয় তারিখ" যদি দেখেন একটু ভরকে গেছে তাহলে সেটা মিথ্যা বলার কারণে,

১০. মিথ্যা বলছে সন্দেহ হলে কথাটা আবার ব


লতে বলবেন, সত্যিই মিথ্যা বললে আগের কথার সাথে এ কথার খুব সামান্য মিল থাকবে। 

© secret science

Post a Comment

Previous Post Next Post